Abstract
The use of modern communication technology has provided immense speed to human life. The internet has made human activities easier. People may know any unknown matter of the world within a moment if they intend. Now communication from one end of the world to the other is just a fingertip. Along with this revolutionary human welfare of the internet, various problems have arisen. The world of crime based on the internet is called cybercrime. One of the corollaries of that cybercrime is cyberbullying. People are harassed in various ways through cyber bullying. Most of the victims are women and children. Cyberbullying is increasing all over the world. Bangladesh is no exception. Despite various laws and punishments, cyber bullying cannot be curbed. People cannot be restrained from wrongdoing by law alone. His religious beliefs and morals prevent him from sinning. This research has shed light on the necessary recommendations in the context of Bangladesh by highlighting the directives of Islam to prevent cyberbullying. Following descriptive and analytical methods this article has asserted that cybercrime in the society can be reduced only by following morals developed in the light of Islamic principles and guidelines along with proper application of Conventional laws and policies. Keywords : Islam, computer, internet, cyber bullying, crime. সারসংক্ষেপ : আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনে দিয়েছে অফুরান গতি। ইন্টারনেটের কল্যাণে মানুষের কাজকর্ম সহজ থেকে সহজতর হয়েছে। মানুষ চাইলে পৃথিবীর যে কোন অজানাকে মুহুর্তের মধ্যেই জেনে নিতে পারে। এখন পৃথিবীর এক প্রান্তে থেকে অপর প্রান্তে যোগাযোগ শুধু আঙ্গুলের ইশারা মাত্র। ইন্টারনেটের এই যুগান্তকারী মানব কল্যাণের সাথে সাথে উদ্ভব হয়েছে নানা ধরনের সমস্যা। ইন্টারনেটকে কেন্দ্র করে গড়ে উঠা অপরাধ জগৎকে সাইবার অপরাধ বলা হয়। সেই সাইবার অপরাধের অন্যতম অনুষঙ্গ হল সাইবার বুলিং। সাইবার বুলিংয়ের মাধ্যমে মানুষকে নানাভাবে হয়রানি করা হয়। যার বেশিরভাগ শিকার নারী এবং শিশু। সারা পৃথিবীব্যাপী সাইবার বুলিং বাড়ছে প্রতিনিয়ত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। নানা ধরনের আইন ও শাস্তির বিধান থাকা সত্ত্বেও সাইবার বুলিং নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মানুষকে শুধু আইন দিয়ে অন্যায় থেকে বিরত রাখা যায় না। তার ধর্মীয় বিশ^াস ও নৈতিকতা তাকে পাপ থেকে বিরত রাখে। বক্ষ্যমাণ প্রবন্ধে সাইবার বুলিং প্রতিরোধে ইসলামের নির্দেশনা তুলে ধরে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হয়েছে। বর্ণনামূলক ও বিশ্লেষণাত্মক পদ্ধতিতে রচিত আলোচ্য প্রবন্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, প্রচলিত আইন ও নীতিমালার সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি ইসলামী মূলনীতি ও দিকনির্দেশনার আলোকে গড়ে ওঠা নৈতিকতার অনুসরণের মাধ্যমেই সমাজের সাইবার অপরাধ কমানো সম্ভব। মূলশব্দ : ইসলাম, কম্পিউটার, ইন্টারনেট, সাইবার বুলিং, ক্রাইম।
Talk to us
Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have
Similar Papers
Disclaimer: All third-party content on this website/platform is and will remain the property of their respective owners and is provided on "as is" basis without any warranties, express or implied. Use of third-party content does not indicate any affiliation, sponsorship with or endorsement by them. Any references to third-party content is to identify the corresponding services and shall be considered fair use under The CopyrightLaw.